ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজমির বিরোধে জেড়ে বৃদ্ধের গলাকাটা মরদেহ

জমির বিরোধে জেড়ে বৃদ্ধের গলাকাটা মরদেহ

বগুড়া প্রতিনিধি:  বগুড়ায় নিজ বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ভাষ্য, জমি নিয়ে বিরোধের তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ওই বৃদ্ধের দুই সন্তানই মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার সকালে জেলার শাহজাহানপুর উপজেলার উত্তরপাড়া গ্রামে ওই বৃদ্ধের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আবুল কালাম (৭০)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

সরেজমিন, বাড়ির উঠানে বৃদ্ধ বাবার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে বুদ্ধি প্রতিবন্ধী ছেলে লয়া মিয়াকে আহাজারি করতে দেখা গেছে। পাশই আপন মনে গল্প করে যাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী বোন।

পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। সকালে স্ত্রী জাহানারা স্বামীকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন। পরে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। তার আহাজারিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, জমি নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাহানপুর থানার পরিদর্শক মাসুদ করিম বলেন, প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular