ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজয় বাংলা' স্লোগান নিয়ে আদালত চত্ত্বরে হট্টগোল, যুবক আটক

জয় বাংলা’ স্লোগান নিয়ে আদালত চত্ত্বরে হট্টগোল, যুবক আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগের ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত চত্ত্বরে হট্টগোল সৃষ্টি হয়েছে।

এ সময় পরান চৌধুরী নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ওই সময়ে শুনানী শেষে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে প্রিজনভ্যানে কারাগারে নেওয়া হচ্ছিল। আটককৃত যুবক শহরের বাসিন্দা ও যুবলীগের কর্মী এবং গত ৪ আগষ্ট ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের জামিন শুনানীর তারিখ ছিল রোববার। এসব মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠাচ্ছিলেন পুলিশ।

এসময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় পরান নামের এক যুবক। এতে আদালতে প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়।

একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় বিএনপি ও জামায়াত পন্থী আইনজীবিরা বিক্ষোভ করেন।সংক্ষিপ্ত সমাবেশে জয় বাংলা স্লোগান দিলেই প্রতিহত করাসহ পুলিশে সোপর্দের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, মহসিন কবির মুরাদ, মাহীর আসহাব প্রমুখ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কালে পরান নামে একজনকে আটক করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ৪ আগস্টের ঘটনায় জড়িত আছে কি না তাও তদন্ত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular