নিউজ ডেস্ক: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত এক জরিপে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ওপর সামান্য এগিয়ে আছেন। আমেরিকান পত্রিকা ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ কর্তৃক পরিচালিত একটি জাতীয় সমীক্ষায় বলা হয়েছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হ্যারিসের চেয়ে দুই শতাংশ পয়েন্ট অর্থাৎ ৪৭ শতাংশ থেকে ৪৫ শতাংশ এগিয়ে রয়েছেন।
হ্যারিসের চেয়ে কতটা এগিয়ে ট্রাম্প?
সিএনবিসি অল-আমেরিকা অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে 48 শতাংশ থেকে 46 শতাংশে এগিয়ে রাখছেন, যা আগস্ট থেকে অপরিবর্তিত রয়েছে। নিউজ চ্যানেলটি জানিয়েছে, আমেরিকার সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হ্যারিসের চেয়ে ৪৮ শতাংশ থেকে ৪৭ শতাংশ এগিয়ে রয়েছেন।
আমেরিকার সমস্ত প্রধান জাতীয় ও আঞ্চলিক সমীক্ষা পর্যবেক্ষণকারী ‘রিয়েলক্লিয়ার পলিটিক্স’ অনুসারে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জাতীয় পর্যায়ে ট্রাম্পের চেয়ে 0.3 শতাংশ পয়েন্টের সামান্য এগিয়ে রয়েছেন। অন্যদিকে, দেশের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থীরা ০.৯ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।
আমেরিকার কোন রাজ্যে ট্রাম্পের নেতৃত্ব রয়েছে?
এই সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য হল অ্যারিজোনা, নেভাদা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়া। মনে করা হচ্ছে, এই রাজ্যগুলিতে এখানে ভোটারদের ঝোঁক বদলাতে থাকে। আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।