ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজলঢাকায় ওযনে চাল কম দেওয়ার অপরাধে ডিলারকে জরিমানা

জলঢাকায় ওযনে চাল কম দেওয়ার অপরাধে ডিলারকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিতরণের সময় চাল কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারী বাজারে ডিলার আতোয়ার হোসেনের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী হতদরিদ্রদের ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে দেওয়ার কথা। কিন্তু ডিলার আতোয়ার হোসেন কার্ডপ্রতি এক কেজি চাল কম দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং খাদ্য নিরাপত্তা সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ প্রসঙ্গে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যদি কোনো ডিলার পুনরায় এমন অনিয়মে জড়িত হন, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular