ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসজাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গফরগাঁওয়ে বিএনপির সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গফরগাঁওয়ে বিএনপির সমাবেশ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 গফরগাঁও রেলস্টেশন চত্বরে উপজেলা বিএনপি,পাগলা থানা ও পৌর বিএনপির উদ্যোগে জতাীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়। পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমান।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর খায়রুল, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন,বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল হাসান, আজিম উদ্দিন আজিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন,আবু সায়েম, উপজেলা যুবদলে আহবায়ক সর্দার মো. খুররম,পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক আফসানা মিম, পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন প্রমুখ।

দীর্ঘ একযুগ পর উপজেলা বিএনপি স্টেশন চত্বরে প্রকাশ্য কোনো বৃহৎ সমাবেশের আয়োজন করে। প্রায় বিশ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি উপজেলা বিএনপির কর্ণধার সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমান বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধ গফরগাঁও গড়ে তোলার জন্য সুশাসন প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ রাজনীতির আহবান জানান।

তিনি নিজের সাদা হাত সাদা মনের পরিচয় তুলে ধরে বলেন, আমি হিংসা, বিদ্বেষ, ঘৃণার রাজনীতি করিনা। অন্যায়,অত্যাচার জুলুম সহ্য করিনা।রাজনীতিতে সাদা হাত নিয়ে এসেছি, মানুষের ভালবাসায় সিক্ত হয়ে
সাদা হাত নিয়ে ফিরে যাব।

সমাবেশে সিদ্দিকুর রহমান সাধারণ আওয়ামী লীগের প্রতি শান্তিপ্রিয় সহাবস্থানের কথা উল্লেখ করে সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular