নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর পৌর শহরের ঝুমুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন – জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, এলজিইডির নির্বাহী কর্মকর্তা ইকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা বিলকিস আক্তার প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন – বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকসহ সুধীজন।