ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাজাবিতে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন শুক্রবার

জাবিতে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন শুক্রবার

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথভাবে আয়োজনে অনুষষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “ইন্ডিজিনিয়াস প্লান্ট ফর সাসটেইনেবল ইনভাইরনমেন্ট।”

আগামী শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানীগণ প্রায় শতাধিক মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. এম. আজিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালেহ আহমেদ খান।

জানা যায়, কনফারেন্সে ২টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রথম সেশনে থাকবে, প্লান্ট সিস্টেমেটিক্স, প্লান্ট ইকোলজি এন্ড ইনভাইরনমেন্ট, প্লান্ট বায়োডাইভারসিটি, ফরেস্ট্রি, প্লান্ট ফিজিওলজি, প্লান্ট বায়োকেমিস্ট্রি, এগ্রোনমি এন্ড হর্টিকালচার, এথনোবোটানী, ফাইটোকেমিস্ট্রি এন্ড হারবাল মেডিসিন।

২য় সেশনে থাকবে মাইক্রোবায়োলজি, মাইকোলজি, প্লান্ট প্যাথলজি, জেনেটিক্স, সাইটোলজি এন্ড সাইটোজেনেটিক্স, প্লান্ট ব্রিডিং এন্ড ক্রোপ ইম্প্রুভমেন্ট, প্লান্ট টিস্যু কালচার, প্লান্ট মলিকুলার বায়োলজি, প্লান্ট বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

সম্মেলনে সকাল ৯টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নাজমুল আলম। এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। এরপর ক্রমান্বয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular