ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজাবির সাবেক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

জাবির সাবেক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি : কিশলয় বিদ্যাপীঠের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯ তম ব্যাচ, পদার্থবিজ্ঞান বিভাগ এর সাবেক শিক্ষার্থী, আমবাগান কিশলয় বিদ্যাপীঠের সম্মানিত পরিচালক, আমবাগান আদর্শ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জনাব নাজির হোসেন খান লিটন ও তাঁর ছেলে জাওয়াদ আলিফের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশলয় পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় আমবাগানের কিশলয় বিদ্যাপীঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় কিশলয় বিদ্যাপীঠের শিক্ষক ও এলাকার বাসিন্দাগণ বলেন, গত ১২ নভেম্বর আমবাগানে ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে জনাব লিটন ভাই এর উপর হামলা চালান শহিদুল, শাহীন। তাকে সহ তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেন। শুধু তাই ই নয় যারা থামাতে গিয়েছেন শরীফ, হৃদয়ের নানী সহ আরো অনেককে তাঁরা মেরে আহত করেন। আমরা এই হামলার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন কিশলয় বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকাবাসী সহ আরো অনেকে।।

ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। তারা হলেন :
১. মো. শহিদুল ইসলাম তাঁর স্ত্রী, শালা ও ছেলে মো. শাহীন
২. বাবু, সাবেক ছাত্রলীগ এর সভাপতি ৬নং ওয়ার্ড, পাথালিয়া ইউনিয়ন, আশুলিয়া।
৩. সৈকত সহ আরো ৪/৫ জন।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular