শেরপুর প্রতিনিধি : শেরপুর: কারাবন্দী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় শেরপুরেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের থানা মোড়ে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জেলা সেক্রেটারি নূরুজ্জামান বাদল, জেলা সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, নালিতাবাড়ি উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, জামায়াত নেতা ডাক্তার আনোয়ার হোসেনসহ আরো অনেকে।