জামালপুর প্রতিনিধি: জামালপুরে গনতন্ত্রমঞ্চের নেতারা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, আমরা সংস্কার পরবর্তী নির্বাচনের কথা বলেছি অন্তবর্তীকালীন সরকারকে।
মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের সকাল বাজারে মাওলানা ভাষানী অনুসারী পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা সভাপতি আমির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন, অনুসারী পরিষদের জেলার সভাপতি হাসানুজ্জামান তালুকদার বাদল এবং সঞ্চালনা করেন জেএসডি জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট সবুজ উদ্দিন তাজ।
ভাষানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ৭১ সালে আমরা রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু ৫৩ বছরে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাইনি। আমরা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং মুক্তির লক্ষে গত জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু সেই মুক্তির আকাংক্ষা যেন নষ্ট হয়ে না যায় সেই কাজটি আমাদের শুরু করা উচিত। আমরা সরকারকে বলেছি প্রথমে সবকিছু সংস্কার করতে হবে। তারপর দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচন করা হবে যেই লাউ সেই কদুর মত।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গণতন্ত্রমঞ্চের নেতার বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি তবে সেটি অবশ্যই সংস্কার করে করতে হবে। জামালপুর সদর আসন থেকে গণতন্ত্রমঞ্চের কোন প্রার্থী থাকবে কিনা দৈনিক সবুজ বাংলার সংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেতারা বলেন, সদর আসন থেকে প্রার্থী হিসেবে এক নাম্বারে আছেন আমাদের সকলের নেতা মাওলানা ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।