ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরজামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ৩

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ৩

জামালপুর প্রতিনিধি: কানিল ঘুণ্টি রেলক্রসিংয়ে ট্রেন ও তরমুজবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রেনচালকসহ তিনজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল জামালপুর-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুণ্টি এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি ট্রাক গেট ভেঙে রেললাইনের ওপর উঠে যায়। এসময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকটি পাশে থাকা একটি দোকানের ওপর গিয়ে পড়ে। এতে ট্রেনচালক, গেটকিপার ও দোকানদার আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ইঞ্জিন মেরামত করে ট্রেনটি নান্দিনা স্টেশনে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular