নিজস্ব প্রতিবেদক : জামালপুরের ইসলামপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মোটর পাম্প, নগদ টাকা ও মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার খোরশেদ আলমের ছেলে খুশু(৩৬), মৃত বাউল বেপারীর ছেলে পাক বেপারী(৫৩), খুশু মিয়ার ছেলে আব্দুল আহাদ (১৯), পাক বেপারীর ছেলে মানিক বেপারী(২৮) ও তুফান বেপারী (২৪) কে গ্রেফতার করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর দেওয়ানগঞ্জ ক্যাম্পের সদস্য ও ইসলামপুর থানা পুলিশের একটি দল ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একশ গ্রাম হেরোইন, ৫০ পিছ ইয়াবা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছুড়ি,দা, কুড়াল ও নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটর পাম্পও উদ্ধার করেন। এঘটনায় ইসলামপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।