ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে ১৮ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

জামালপুরে ১৮ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত সোহেল মিয়া ওই ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। প্রথমে তার দেহ তল্লাশিতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় খঁড়ের গাদার ভেতর থেকে আরও ১৮ কেজি গাঁজা, নগদ ৪ হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি মাদকের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, “সেনা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular