ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে ৩৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

জামালপুরে ৩৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫শ পিস ইয়াবাসহ মো.সোনা মিয়া(৫০) নামে এক মাদক কারবারিকে আটক করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে জামালপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ বিষয়টি নিশ্চিত করেন।

আটক মাদক কারবারি সোনা মিয়া উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের মৃত. আজগর আলীর ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ নেতৃত্বে একটি অভিযানিক দল দেওয়ানগঞ্জ উপজেলার
সিলেটপাড়া গ্রামে মো.সোনা মিয়ার বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটক সোনা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত শার্টের সামনের পকেটে এবং বসতঘরে তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পরিদর্শক মো.নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় রাতেই একটি নিয়মিত মামলা দায়েরের করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular