নিজস্ব প্রতিেবেদক : জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবী ও সাধারণ সম্পাদক পদে এড. রিশাদ রেজওয়ান বাবু বিজয়ী হয়েছেন। জানা যায়, নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
সভাপতি পদে গোলাম নবী ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। এ পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে এড. রিশাদ রেজওয়ান বাবু ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. শামসুজ্জোহা ইসমাইল পেয়েছেন ১২২ ভোট। এ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাত ১টা ৩ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল বারী। আইনজীবী সমিতির এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের একজন সদস্য ছাড়া বাকী সবাই বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন আইনজীবী ও গণতন্ত্র মঞ্চ নামে এবং জাতীয় পার্টি সমর্থিত হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেখা যায়।
এছাড়া বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে আব্দুল আওয়াল, জামিল হাসান তাপস, অডিটর পদে সফিকুল ইসলাম রাজু ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম মোহন জয় পেয়েছেন।
সদস্য পদে জয়ী হয়েছেন, শাহজাদা মিয়া সুমন, আল আমিন, আনোয়ার হোসেন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম ও হাসান মামুন।
জানা যায়, জেলা আইনজীবী সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিল ৪০৪ জন। ৩৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।