ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরজামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: টানা তৃতীয় বার জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা,পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন। জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম এর হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

এছাড়াও ফেব্রুয়ারীতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ,ইসলামপুরকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করা হয়। এ সময় জামালপুর জেলা পুলিশের জানুয়ারী মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত প্রদান করা হয়।

বুধবার জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত(প্রশাসন ও অর্থ);মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ; মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মেডিক্যাল অফিসার) ড. রেহেনা জান্নাত, পুলিশ লাইন্স জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওসি সাইফুল্লাহ সাইফ যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন। তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে শ্রেষ্ঠ ওসির সম্মানে ভূষিত করা হয়।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবে। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে তিনি ইসলামপুর থানার অন্যান্য পুলিশসহ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular