ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা জনগণের মুখপাত্র

জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা জনগণের মুখপাত্র

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাহসি, সত্যি, বস্তুনিষ্ঠ সংবাদ আমার দেশের মিডিয়ায় অনেক স্থূখলন ঘটে গেছে । সেই জায়গাটিতে আমি আশা করছি বাংলা এডিশন নিউজ পোর্টাল যেন সংবাদ পরিবেশনে নতুন মাইলফলক স্থাপন করে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, যৌক্তিক, বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণসমাজ বোঝে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র।

১৬ জুলাই বুধবার ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বাংলা এডিশন অনলাইন পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, সাংবাদিক কলামিস্ট কনক সরোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা করেন। অনুষ্ঠান অন্যানের মধ্যে জুলাই-গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ,জামাতের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বাংলা অডিশন অনলাইন পোর্টালের এ সংবাদ মাধ্যমের যে আবির্ভাব হলো, আমি মনে করি সংবাদের জগতে একটি সাহসী নতুন কন্ঠস্বর উন্মোচন করবে। যেখানে সত্য প্রযুক্তির সাথে বস্তুনিষ্ঠ সংবাদ, সততা, গভীরতা এবং সাংস্কৃতিক চর্চা গর্বের সাথে জীবন্ত হয়ে ওঠবে। জনগণ যেন সংবাদপত্রের স্পিডকে ধারণ করতে পারে।
তিনি অপরদিকে হলুদ সাংবাদিকতার এই বাংলা এডিশন এর মধ্য দিয়ে অবসান ঘটুক উল্লেখ করে বলেন, ইচ্ছে হলো কাউকে অপবাদ দেওয়া, ইচ্ছে হলো প্রমাণ ছাড়া ভালো মানুষকে খারাপ বলে দিলাম। কেন, এটা চলবে না। ইতিহাসকে বিকৃত করা যাবে না। ইতিহাসের ভারসাম্য রক্ষা করতে হবে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলতে যে সরকারে আসুক সকলেই অন্তর্বর্তীকালীন। তবে আমি স্মরণ করিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন আমরা সকলেই। আমরা এক বছরের জন্য আসি, দুই বছরের জন্য আসি অথবা পাঁচ বছরের জন্য আমি নির্বাচিত হই। তবে আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়, মর্যাদাপূর্ণ হয়। বারবার যেন জুলাই ফিরে না আসে একথা ব্যক্ত করেন। ২৪ এর গণআন্দোলনে আমাদের দেশকে যারা এগিয়ে নিয়ে গেছে তাদের স্যালুট জানান এবং ১৬ জুলাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৫ রাষ্ট্রীয় শোক দিবসে শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত যোদ্ধাদের সুস্থতা ফিরে পাক এই দোয়া করেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular