ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজালিয়াতির নির্বাচন বাতিল চেয়েছে হাব ঐক্য ফোরাম

জালিয়াতির নির্বাচন বাতিল চেয়েছে হাব ঐক্য ফোরাম

সুমন দত্ত: জাল জালিয়াতির হাব নির্বাচন বাতিল ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে হাব ঐক্য ফোরাম। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফারুক আহমেদ সরদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইসি সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, হাব নির্বাচনের দায়িত্ব পান প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। তিনি পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। দিনের ভোট রাতে করার কারিগর। সম্প্রতি যে ৩৩ ডিসিকে কালো তালিকাভূক্ত করা হয়েছে, তিনি তাদের একজন। গত ১৯ ফেব্রুয়ারী সরকারি এক আদেশে উক্ত দাউদুল ইসলামকে ওএসডি করা হয়।

দাউদকে নির্বাচনে সহায়তা করেন নির্বাচন কমিশনার ফিরোজ আল মামুন (উপ সচিব), আপিল বোর্ডের চেয়ারম্যান মুর্শেদা জামান (যুগ্ম সচিব)। এদের যোগসাজসে নির্বাচন নামে এই প্রহসনের আয়োজন করা হয়। তাদের লক্ষ্য ছিল পছন্দদের ব্যক্তিদের হাবে ক্ষমতায় বসানো।

নির্বাচনের সর্বময় ক্ষমতা ও দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও পুরো নির্বাচনটি কুখ্যাত এই দাউদুল ইসলাম নিয়ন্ত্রণে ও পরিচালনায় হয়।

কুখ্যাত দাউদুল ইসলাম ও তার অনুগত নির্বাচন কমিশন, আপিল বোর্ড হাব এর নির্বাচনে মহা জালিয়াতির কিছু চিত্র তথ্য প্রমাণসহ

১। নির্বাচনী তফসিলে বাণিজ্য সংগঠন আইন ১৯৯৪ এর ধারা ১৮, উপধারা (৪), (৫), (৬) অনুসরণ করা হয়নি। অর্থ্যাৎ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা, আপিল গ্রহণ, শোনানি ও নিষ্পত্তি করার আগেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে অফিস বেয়ারার নির্বাচনের কাজ চূড়ান্ত করে ফেলেছেন যা সম্পূর্ণরূপে বেআইনী । সংক্ষুব্ধ পক্ষ ভোট পুনঃগননার জন্য নিদ্দিষ্ট সময়ের মধ্যে আপিল করলে ভোট পুণঃগণনা করা হয়নি।

২। কতটি ব্যালট পেপার ছাপিয়েছে- নির্বাচন শুরু পূর্বে ভোট কেন্দ্রে ব্যালট পেপার কতটি আনা হয়েছে তা চেক করা বা হিসাব করার কোন সুযোগ প্রার্থী বা পোলিং এজেন্টকে দেওয়া হয়নি ।

৩। ভোট গ্রহণ শেষে সকল প্রার্থী বা তাদের প্রতিনিধির সামনে ভোট গণনা করার বিধান থাকলেও পোলিং এজেন্টদের অগোচরে নির্বাচন বোর্ড ও তাদের পছন্দের লোকদের নিয়ে বেরিকেড দিয়ে ব্যালট গণনার নামে প্রহসন করে পূর্ব পরিকল্পিত ফলাফল দ্রুত ঘোষণা করে দেয়া হয়। প্রার্থীর বাহিরেও এমন লোকদেরকে থাকতে দেয়া হয়েছে যাদের ভোট গণনার সময় উপস্থিত থাকা সম্পূর্ণ বেআইনী ।

৪। ভোট গ্রহণ শুরুর সময় পোলিং এজেন্টদের ব্যালট পেপার দেখতে বা কোন ব্যালট বৈধ/অবৈধ তা চেক করতে দেয়া হয়নি। কোন আবেদন নিবেদন করেও ব্যালট চেক করার সুযোগ পাওয়া যায়নি।

৫। ব্যালট পেপার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ না দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমাদের প্রতিপক্ষের ব্যালট সবগুলো বৈধ বলে মেশিনে গণনা করে তাদের প্রার্থীদের বিজয়ী বলে মৌখিক ভাবে ঘোষণা দেয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular