ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে সওজের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে সওজের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জোনের সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)।

বুধবার (১৬ জুলাই) দুপুরে নগরীর আগ্রাবাদ সড়ক ভবনের জোন অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির নিম, কদবেল, লটকন, আমড়া ও আমসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন চৌধুরী এবং নবনিযুক্ত এস্টেট অফিসারসহ উপ-বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান বলেন, “জুলাই-আগস্টে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ছিল বর্বরোচিত। সেই শহীদদের স্মরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। একটি সাম্য, মানবিক মর্যাদার ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবাই ঐক্যবদ্ধ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular