যশোর প্রতিনিধি: জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা সরকারী এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকালে ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে খেলা শুরু হয়। খেলায় প্রথমে ব্যাট করে সরকারি এম.এল মডেল হাইস্কুল নির্ধারিত ওভারে ৪উইকেট হারিয়ে ৫০রান সংগ্রহ করে। জবাবে ৫১রানের র্টাগেটে ব্যাড করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯রান করে।
ফলে ১রানে ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুল জয় লাভ করে। খেলায় সর্বো”চ ২২রান করে সরকারি এম.এল মডেল হাইস্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা চলাকালিন দর্শক সারিতে বসে নৈপুণ্য এই খেলা উপভোগ করেন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক মাস্টার আবু হাসান, সরকারি এম.এল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ সরকার, লাউজানী এন.এম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন ড্যানী, আটুলিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।