ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধনপূর্ব বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নয়ন দেবনাথ, মহাদেব রায়, মফিজুর রহমান, জাহিদ হোসেন প্রমুখ।
এদিন এক হাজার ৮শত ৯০ জন কৃষককে ব্রিধান-৯২, ব্রিধান-৪৮, বিনা-১৯, বিনা-২১সহ বিভিন্ন উন্নত জাতের কৃষকপ্রতি ৫কেজি আউশ ধানের বীজ, ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।