ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা পল্লীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত সুমাইয়া (৩) ও মায়া (২) দু’জন সম্পর্কে চাচাতো বোন। ঘটনাটি ঘটে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে।
পারিবারিক সূত্রে জানাগেছে, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের ইয়ামিনের একমাত্র শিশু কণ্যা সুমাইয়া ও ইউছুপ গাজীর কণ্যা মায়া সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়। দুই বোনের পিতা মালয়েশিয়া প্রবাসী। তাদের মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
বাকঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মামুনুর রশীদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে পরিবারের কাছে হস্ততান্তরকরা হয়েছে। #