ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ২৬ মার্চ ২৫ রমজান পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলকে সফল করতে ঝিকরগাছা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শৃঙ্খলা কমিটির সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪র্মাচ) সকাল ১১টায় ঝিকরগাছা শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের পুরাতন কলেজ ছাত্রাবাসে জরুরী শৃঙ্খলা কমিটির সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু।
এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সন্তান কমান্ড আহবায়ক ইমরান রেজা খোকন, পৌর বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক সাজ্জাদুল রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, পৌর বিএনপি দফতর সম্পাদক আল জিহাদী বাবলু, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান ব্যারিস্টার, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, যুগ্ন-আহবায়ক মারুফ হোসেন, নুরুন্নবী খান শিপন ও তরিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনি: যুগ্ন-আহবায়ক মুস্তাক হাসান মোবারক অমিত, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রনোকুল ইসলাম প্রমুখ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আধ্যাপক নার্গিস বেগম ও প্রধান বক্তা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ বক্তা যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড.সাবেরুল হক সাবু ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।