ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশযশোরঝিকরগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা বৃত্তি প্রদান

ঝিকরগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা বৃত্তি প্রদান

যশোর প্রতিনিধি:  উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ৫২ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে ঝিকরগাছার অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র। শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৫ জন ও ১৯ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মেধাবৃত্তি-২০২৪ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও বাবর আলী খাঁন (শিক্ষক) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোছা. শিউলী খাতুন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহমদ ইকবাল রাজু ও পুরুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে আসা মা-বাবা, ভাই-বোন ও আত্বীয় স্বজনরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular