ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছার মফি বাহিনী প্রধান উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান(৫৩) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মফি আজমপুর মেঝেরপাড়া গ্রামের মৃত আয়নাল মোড়লের ছেলে।
সোমবার (২১এপ্রিল) দুপুরে থানা পুলিশ শিমুলিয়া থেকে তাকে আটক করেন। ঝিকরগাছা থানার মামলা নম্বর-১০(২)২৫ গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো.বাবলুর রহমান খান জানিয়েছেন।