ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঝিনাইগাতীতে তারেক জিয়ার প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইগাতীতে তারেক জিয়ার প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সভায় সভাপতিত্ব করেন তারেক জিয়ার প্রজন্ম দলের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, লুৎফর রহমান, তারেক জিয়ার প্রজন্ম দলের শেরপুর জেলা শাখার সভাপতি এইচ এম রাকিবুল আলম সৌরভ৷ প্রিয় অতিথি ছিলেন তারেক জিয়ার প্রজন্ম দলের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান শিমুল।

এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওইখানে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular