ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদন‘টগর’-এ আদরের সঙ্গী পূজা

‘টগর’-এ আদরের সঙ্গী পূজা

বিনোদন ডেস্ক:  কথা ছিলো, ‘টগর’ নামের মারকুটে সিনেমায় জুটিবদ্ধ হবেন আদর আজাদ ও দীঘি। বছরের শুরুতে এ ছবির নির্মাতা আলোক হাসান মোশন পোস্টার প্রকাশ করেও জানিয়ে ছিলেন, ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। তাই গত ১ জানুয়ারি আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেছিলেন নির্মাতা। কিন্তু মাত্র একমাসের ব্যবধানে এবার জানা গেল, দীঘি নয়। ‘টগর’ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। 

এ ঘটনায় নানা প্রশ্ন উঠেছে, মাত্র দেড় মাসের ব্যবধানে কেন নায়িকা পরিবর্তন? এসব প্রশ্নের উত্তরে নির্মাতা আলোক হাসান জানান, “ আদরের বিপরীতে এরমধ্যে দীঘি বাদ পড়েছেন। যুক্ত হয়েছেন পূজা। একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।”

তিনি বলেন, ছবিতে এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। এরমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছেড়েছে দু’দিন আগেই।

শুটিং শুরু এবং নায়িকা পরিবর্তন প্রসঙ্গে আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

এদিকে নায়ক আদর আজাদ বলেন, ‘‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল ‘পিনিক’র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’’

দীঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’

‘টগর’-এর কাহিনি ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular