ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিটুকটাক সংস্কার কোনো কাজে আসবে না: আমীর খসরু

টুকটাক সংস্কার কোনো কাজে আসবে না: আমীর খসরু

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের টুকটাক সংস্কার কোনো কাজে আসবে না।এ অবস্থায় প্রত্যক্ষ কর বাদ দিয়ে ভ্যাটের মতো পরোক্ষ কর নির্ভর ভুল করকাঠামো নিয়ে দেশ এগুচ্ছে। অর্থনীতিকে শক্তিশালী করতে আমদানি নীতি শিথিল করা দরকার।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে গবেষণা প্রতিষ্ঠান পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ‘অর্থনীতি চাঙ্গা করতে পুনঃকৌশল’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ব্যাংকিং খাতে বড় সংস্কারের পাশাপাশি ভেঙে পড়া শেয়ারবাজার চাঙা করা দরকার। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।

সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। তাই অর্থনীতিকে শক্তিশালী করতে রফতানি বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে।’

সেমিনারে উঠে আসে রপ্তানি বাজার সম্প্রসারণে সঠিক পথে হাঁটছে না বাংলাদেশ। পোশাক শিল্প নির্ভর রপ্তানি বাজার এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে চাপে ফেলতে পারে বলেও শঙ্কার কথা জানান আলোচকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular