ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্পের জন্য রাখা চিঠিতে বাইডেনের কী লেখা

ট্রাম্পের জন্য রাখা চিঠিতে বাইডেনের কী লেখা

আন্তর্জাতিক ডেস্ক : , যেখানে প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে গেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসের রেজোলিউট ডেস্কের ড্রয়ারে পূর্বসূরি জো বাইডেনের একটি ‘সুন্দর’ চিঠি পেয়েছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সোমবার সন্ধ্যায় চিঠিটি খুলেছেন এবং জনসম্মুখে এটি প্রকাশ করার কথা ভাবছেন। চিঠিতে বাইডেন তাকে তার মেয়াদ উপভোগ করার পরামর্শ এবং প্রেসিডেন্ট পদের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

তিনি আরও বলেরন, মূলত এটি কিছুটা অনুপ্রেরণামূলক চিঠি। লেখা ছিল উপভোগ করুন। ভালো কাজ করে যান। সবচেয়ে বড় কথা এই পদটি খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্প বলেন, চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল ‘৪৭’। এটি খুব সুন্দর একটি চিঠি ছিল।

২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্পও পূর্বসূরি বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গিয়েছিলেন। পরে চিঠিটি পেয়ে বাইডেন জানিয়েছিলেন, এটি একটি ‘খুব উদার’ চিঠি ছিল। কিন্তু বাইডেন কখনও এটি প্রকাশ করেননি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮৯ সালে এই চিঠি বিনিময়ের প্রথা চালু করেছিলেন। তিনি তার উত্তরসূরি জর্জ ডব্লিউ বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন। ওই চিঠিতে ছিল টার্কি পরিবেষ্টিত এক হাতির ছবি, এবং তাতে লেখা ছিল-‘টার্কিগুলো যেন তোমাকে হতাশ না করে।’

এরপর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান। যেখানে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular