নিউজ ডেস্ক: দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রশাসনের কার্যক্রম কেবল শুরু হয়েছে। সবকিছু দারুণ চলছে। ১০০ দিন পূর্ণ করার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের প্রথম ১০০ দিন অ্যামেরিকার ইতিহাসের অন্যতম সফল হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকে তিনি বলেন, বাইডেন প্রশাসন একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যার জন্য পরবর্তী তিন মাসেও জিডিপির হার কমতে পারে।
চীনের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করতে চাননি জানিয়ে ট্রাম্প বলেন, এর জন্য চীনই দায়ী। অ্যামেরিকায় চীনের পণ্য আমদানি না হলে বড় কোনো সমস্যা হবে না মন্তব্য করে ট্রাম্প বলেন, চায়না থেকে অ্যামেরিকায় আসা বেশিরভাগ পণ্যই অপ্রয়োজনীয়। তাই বাণিজ্য যুদ্ধে চীনকেই বেশি ভুগতে হবে। যেকোনো দেশের তুলনায় চীন অ্যামেরিকাকে সবচেয়ে বেশি ঠকিয়েছে।