ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

ট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রাম প্রতিনিধি:   রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ  হয়ে যাওযায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ট্রেন চলা বন্ধ থাকার খবর আগেভাগে জানা থাকায় না এবং অগ্রিম টিকেট কাটা  যাত্ররাও বিপািকে পড়েছেন। তবে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু  রয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়,  সেখানে ট্রেনের অপেক্ষায় বসে আছেন অনেক যাত্রী। তারা বলছেন, রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকবে সেটি জানতাম না। স্টেশনে এসে দেখি টিকিট বিক্রি হচ্ছে না। আবার দ্রুত গন্তব্যে যেতে হচ্ছছে সরকারের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

সকাল ৮টা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছেন নাজনিন সুলতানা নামের এক শিক্ষিকা। জরুরি প্রয়োজনে তিনি ঢাকায় যাওয়ার জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। এসব আন্দোলন কারণে সাধারণ জনগণ কেন কষ্ট পাবে?

অগ্রিম টিকিট কেটে বিপাকে পড়েছেন ব্যবসায়ী রহিম উল্লাহ। তিনিও দীর্ঘ সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। পরে বাসে করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু নাজনিন সুলতানা কিংবা রহিম উল্লাহই নয় ট্রেন বন্ধে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ২৯ জানুয়ারি থেকে পরবর্তী ১০ দিনের টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে রেলওয়ে। অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয় বলছে, রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেননি। এ কারণে রেলের যাত্রা বাতিল হলে আগে কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে ফেরত দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।
এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেলরুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলস্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেলটিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular