ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকডর্টমুন্ডকে ০-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা

ডর্টমুন্ডকে ০-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা

নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ে অ্যাওয়ে ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের দুয়ারে পৌঁছে গেল বার্সা। 

বুধবার (৯ এপ্রিল) বার্সেলোনা মাঠে খেলার শুরু থেকেই বার্সেলোনা ছিল দারুণ ছন্দে। কিন্তু একটু এদিক ওদিক হলে বার্সার পক্ষে সংখ্যাটা আরও বড়ও হতে পারত। ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। 

বার্সার জয়ে আজ গোল করেছেন আক্রমণভাগের তিন তারকার প্রত্যেকেই। রবার্ট লেভানডফস্কি করেছেন জোড়া গোল। আর একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। ম্যাচের ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে।

বিরতির পর আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লক্ষ্যে না থাকলেও আরেকটি হেডে ঠিকই সেই বলকে জালের পথ দেখান লেভানডোভস্কি।  

৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। এটি চলতি মৌসুমে তার ৪০তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ইয়ামাল। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। এতে বার্সার ৪-০ গোলের জয় নিশ্চিত হয়।

ঢাকা নিউজ/এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular