নীলফামারী জেলা প্রতিনিধিL: উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামলাবাজ শাহ আলমকে (৫৭) গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে সদরে অবস্থিত তার নিজ মালিকানাধীন আলম প্লাজা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি উপজেলা সদরের বাবুরহাট গ্রামের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকার মৃত আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে ও এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে তার করা মিথ্যে মামলায় অনেক পরিবার হয়রানি ও সর্বস্বান্ত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী বলেন,তাকে মামলা নম্বর-২৬ তারিখ ২৮/৯/২০২৪ইং এ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।