ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতডেভিল হান্ট অভিযানে ৭ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট অভিযানে ৭ নেতা গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: উপজেলায় ডেভিল হান্ট অভিযানে তিন আওয়ামী লীগ, দুই যুবলীগ ও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবাইকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর থানা সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গৌরীপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে উপজেলার সহনটি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাসুল হককে পাছার বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে।

গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়াও অভিযান চলাকালে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয় ও ডৌহাখলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে, সোমবার রাতে উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান বাবুলকে ভুটিয়ারকোনা বাজার থেকে, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদকে গাজীপুর বাজার থেকে এবং রবিবার রাতে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনকে গাগলা নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার জানান, ডেভিল হান্ট অভিযানে তাদের গ্রেফতারে কথা নিশ্চিত করে বলেন, চলমান এ অভিযান অব্যাহত আছে, কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular