নিজস্ব প্রতিবেদক : ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লু, ঢাকা বিভাগের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি মোশারফ হোসেন এবং ঢাকা বিভাগের সমন্বয়কারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে ডেসটিনি পরিবারের সদস্যরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনার পাশাপাশি ডেসটিনির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতে ডেসটিনিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও এটি তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সংগঠনটি নতুনভাবে সামনে আসবে এবং যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় দেশবাসী ও ডেসটিনি পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয় এবং কবরবাসীদের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা ডেসটিনির সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সামনের দিনগুলোতে নতুন সম্ভাবনা তৈরি করার আহ্বান জানান।