নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে একটি পুকুর থেকে নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বুধবার (২ এপ্রিল) সকালে নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব বোড়াগাড়ী কলেজপাড়া গ্রামের। এর ছবি ফেসবুকে পোষ্ট দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সকালে একটি পুকুরে ওই নবজাতকের নিথর ভেসে থাকা অবস্থা দেখতে পেয়ে মানুষজন ফেসবুকে এমন পোষ্ট করেছেন। কেউ লিখেছেন যার জন্মটাই পাপ দিয়ে সৃষ্টি। যেমন : পতিতালয়ে জম্ম, পরকীয়ার ফলে, অবৈধ প্রেমে জম্ম। ওই এলাকার মিজানুর রহমান জানান, সাত সকালেই নবজাতকের নিথর দেহটি পুকুরে ভাসতে দেখে ডোমার থানার ওসিকে কল দিয়ে অবগত করি। পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, পুকুর থেকে নবজাতক ছেলে সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।