নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম সিনিয়র সাংবাদিক সালাহ উদ্দীন রাজ্জাককে তার ব্যক্তিগত গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার এই নিয়োগ ঘোষণা করেন ড. কর্নেল অলি আহমদ। সালাহ উদ্দীন রাজ্জাক ২০০৯ সাল থেকে এলডিপির প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন পদে দায়িত্ব গ্রহণের পাশাপাশি তিনি দলটির যুগ্ম মহাসচিব হিসেবেও কাজ করবেন।
সালাহ উদ্দীন রাজ্জাক একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জনকল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এলডিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দায়িত্বে সালাহ উদ্দীন রাজ্জাক দলীয় নীতিমালা ও আদর্শের আলোকে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রক্ষা এবং তথ্য প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।