ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঢাকায় মোঘল ঐতিহ্যে ঈদ আনন্দ মিছিলে মানুষের ঢল

ঢাকায় মোঘল ঐতিহ্যে ঈদ আনন্দ মিছিলে মানুষের ঢল

নিউজ ডেস্ক : এবার ঢাকায় ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ঈদুল ফিতরে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বড় পরিসরে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে আগারগাঁওয়ে বাণিজ্যমেলার পুরোনো মাঠে ঈদের জামাতের পর ৯টার দিকে ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি এবং মোঘল আমলের ইতিহাস তুলে ধরা নানা অনুষঙ্গ সহকারে এই আনন্দ মিছিল হয়।

মিছিলের সামনের সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

মিছিলের আগে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা।

পুরোনো বাণিজ্যমেলার মাঠ সংলগ্ন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও হয়ে খামার বাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ হয় ওই মিছিলটি।

মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলকারীদের হাতে ছিল নানা ধরনের সামাজিক ও ঐক্যের বার্তা তুলে ধরা প্ল্যাকার্ড। এ সময় তাদের ‘ঈদ মোবারক’সহ জুলাই আন্দোলনে মুখে মুখে ফেরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলের শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্মিত মঞ্চে ছোট পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বসেছে দুই দিনের ঈদ মেলা; সেখানে ২০০টির মতো স্টল আছে। এই মেলা সবার জন্য উন্মুক্ত। এখানে শিশু বিনোদনের জন্যও নানা আয়োজন রাখা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular