নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। মাঝে মাঝে বৃষ্টি হলে বায়ুর মানের কিছুটা উন্নতি হয়। কিন্তু বৃষ্টিপাত কমতেই অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৪০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং চতুর্থ অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৭৭।