নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ গাইবান্ধা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীসহ গাইবান্ধার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গাইবান্ধাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন মহাসচিব হাবিবুন নবী খাঁন সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ গাইবান্ধা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক ডা. মাসুম। উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এড. জিল্লুর রহমান, এড. নয়ন, এড. লিয়ন, এইচ এম হাসান পলাশ, শামীম কবীর, গাইবান্ধা জেলা মহিলা দলের নেত্রী ফরিদা ইয়াসমিন (শোভা)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. মাসুম তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “দেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। বিগত সরকার আমলে দুর্নীতি, লুটপাট ও দমননীতির মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব অপকর্মের বিচার নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানের শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।