সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর তানোর পৌরসভা এবং তানোর এপি’র যৌথ আয়োজনে প্রতিটি শিশুর জন্য ৫ জিরো প্লাস প্রচার অভিযান ও পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় তানোর বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে এ পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে, তানোর পৌরসভা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তানোর বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী তারিক আজিজের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র এসিও ম্যানেজার লোটাস চিসিমের নেতৃত্বে ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ সহ তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, প্রোগ্রাম অফিসার সন্ত্রোষ মিত্র, ঝুনু বৈদ্য ও নিকোলাস ঢালি ছাড়াও অন্যান্য অফিসারবৃন্দ এবং শিশু ও যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।