নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করলেও, সাম্প্রতিক কিছু নীতিগত সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জোটের মতে, একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকলেও, অন্যদিকে তামাক কোম্পানিগুলোকে নানাভাবে সুবিধা দেওয়া হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান।
বাটা জানায়, শ্রম আইন অনুসারে কোম্পানিগুলোর শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ প্রদান বাধ্যতামূলক হলেও, তামাক কোম্পানিগুলো এটিকে অনুদান হিসেবে প্রচার করছে, যা বিভ্রান্তিকর। এমনকি তারা বারবার আইন লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সিঙ্গাপুর ও ভারতের মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে, যা দেশে নতুন তামাক কারখানা স্থাপনের সুযোগ করে দিচ্ছে। বাটার মতে, এই সিদ্ধান্ত সরকারের স্বাস্থ্যনীতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষিত লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।
বাটা সরকারকে এই চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেছে, নতুন কোনো তামাক কোম্পানিকে অনুমোদন না দেওয়া এবং আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।