পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ গুলো শীত নিবারণের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে কষ্ট করে শীতবস্ত্র ক্রয় করলেও অনেকের সে সামর্থ নেই। এ অবস্থায় অসামর্থ মানুষের সাহায্যার্থে গিয়ে এসেছে পীরগঞ্জ উপজেলা বিএনপি।
স্থানীয় নেতা-কর্মীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন।
ইতিমধ্যে পীরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলার চৈত্রকোল,ভেন্ডাবাডী়, বড়দরগাহ, কুমেদপুর, মদনখালী, চতরা, পাঁচগাছি পীরগঞ্জ, কাবিলপুর, ও রামনাথপুর ইউনিয়নে ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম , পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ ,সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহীন, পীরগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক সাইফুল আজাদ, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ প্রতিটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চৈত্রকোল ইউনিয়নের বৃদ্ধা রোকসানা বেগম বলেন, বাবা কষ্টে আছনো। একটা কম্বল পায়া খুশি হনু। বৃদ্ধ মোকলেসার বলেন ঠান্ডায় বারত বার হবা পার না। কম্বল পায়া খুশি হনু।
এ কম্বল বিতরণের ব্যাপারে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম বলেন, মানুষের দুর্দশা লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে পীরগঞ্জে কম্বল বিতরণ অব্যাহত থাকবে ।