ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামবিদেশীদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না: মোয়জ্জেম হোসেন আলাল

বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না: মোয়জ্জেম হোসেন আলাল

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি’র চেয়ার পারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তিস্তা নিয়ে প্রতিবেশি দেশ ভারত বাংরাদেশের সাথে বৃদ্ধি বৃত্তিক প্রতারণা করে আসছে।এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবারড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে।পশ্চিম বঙ্গ সরকার এটা করছে আর দিল্লীর কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে।

সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে যে আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না। এ কথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ।

তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেো থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এরমধ্য দিয়ে আমরা আর্ন্তজাতিক মহলে আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলাল।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান তিস্তা পাড়ের শত শত মানুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular