নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ওই প্রতিষ্ঠান চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি ফইম উদ্দিন । মঞ্জু্র আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য দেন অত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিল্পী আক্তার।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ও উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। সেই সঙ্গে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রতিষ্ঠানে সকল শ্রেণিতে গত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ টি ইভেন্টে প্রতিষ্ঠানের বিজয়ী় শিক্ষার্থী এছাড়াও অভিভাবকদের দুইটি ইভেন্টে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান এবং মানবিক শাখার ১০৫ জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীন ১১৬ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ আয়োজনটি উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা দারুণ উচ্ছ্বসিত হন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।