ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকতৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন মাদুরো

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন। শুক্রবার ( ১১ জানুয়ারি) তিনি শপথ নেন। মাদুরো প্রায় ১২ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর রয়টার্সের।

সরকারের তথ্য অনুযায়ী, ১২৫টি দেশের প্রায় ২০০০ জন আমন্ত্রিত ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। শপথ নেওয়ার পর তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার নতুন মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সাম্য এবং নতুন গণতন্ত্রের জন্য হোক। মাদুরো বলেন, তিনি সাংবিধানিক সংস্কারের জন্য একটি কমিশন আহ্বান করবেন।

দেশটিতে ছয় মাস ধরে চলা নির্বাচনী বিরোধ, আন্তর্জাতিকভাবে মাদুরোকে সরে দাঁড়ানোর আহ্বান এবং তাকে ধরার জন্য মার্কিন পুরষ্কার বাড়ানোর ঘোষণার মধ্যে আবারও দেশের প্রেসিডেন্ট পদে শপথ নেন মাদুরো।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো। গত বছরের জুলাইয়ের নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত উভয়ই তাকে বিজয়ী ঘোষণা করেছিল, যদিও তার বিজয় নিশ্চিত করার বিস্তারিত পরিসংখ্যান কখনও প্রকাশিত হয়নি।

২০২০ সালে মাদুরো এবং তার প্রশাসনের অন্যদের বিরুদ্ধে মাদক ও দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ভেনেজুয়েলার বিরোধী দলের দাবি নির্বাচনে তাদের সাবেক প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জয়ী হয়েছেন, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular