ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশতেঁতুলিয়ায় রেকর্ড তাপমাত্রা ১২ ডিগ্রি

তেঁতুলিয়ায় রেকর্ড তাপমাত্রা ১২ ডিগ্রি

নিউজ ডেস্ক : পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। জেলার তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের কাছে হওয়ায় ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভব করছে এই এলাকার মানুষ। বেশ কিছুদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় চা ও পাথর শ্রমিকরা জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে তীব্র শীত অনুভব হয় তেঁতুলিয়ায়। সকাল ও সন্ধ্যায় কুয়াশায় ঢেকে থাকে রাস্তাঘাট। এর মধ্যেই তাদের কাজে বের হতে হয়।

সরজমিনে দেখা যায়, শীতের দাপটে জবুথবু অবস্থা প্রান্তিক মানুষদের। শীত মাড়িয়েই ভোর থেকে কাজে বেরিয়ে পড়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular