ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়তেঁতুলিয়া পরিবেশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়া পরিবেশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর ভাঙ্গা মেশিনে সৃষ্ট পাথর কণা ও ধুলা বালির ক্ষতিকর প্রভাব ও সমাধানের উপায় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখা এ সভার আয়োজন করে।

বাপা’র জেলা শাখার সভাপতি একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কাজী মকছেদুর রহমান। এতে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ, সাংবাদিক সফিকুল আলম, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, এল.পি.এ-ওয়াল্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফি, পাথর ভাঙা মেশিন মালিক ও স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম, পাথর শ্রমিক নেতা নওশাদ আলী বক্তব্য দেন।

সভায় বক্তারা পাথর ভাঙা মেশিন এবং বালু উত্তোলন ও পরিবহনের ফলে পরিবেশ এর বিরূপ প্রভাব এবং প্রতিকার নিয়ে সচেতনতামুলক বক্তব্য দেন। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মজুমদার। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় অফিসের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular