ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষত্রিশালে এলজিইডি'র উন্নয়ন প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদক, নথি সংগ্রহ

ত্রিশালে এলজিইডি’র উন্নয়ন প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদক, নথি সংগ্রহ

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)
উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে দিনভর ত্রিশাল উপজেলার এলজিইডি’র বিভিন্ন এলাকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট সরেজমিনে পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়।

এরআগে সকাল ১০টায় ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে হানা দেয় দুদক এনফোর্সমেন্ট টিমের তিন সদস্যের একটি দল। এ সময় দুদক কর্মকর্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখে তার কপি সংগ্রহ করেন। পরে তারা উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে রাস্তা, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন কাজ খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন।

দুদকের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রেজোয়ান আহম্মেদ এবং মো. ইব্রাহীম খলিল।

রাজু মো. সারোয়ার হোসেন জানান, সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের কপি সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular