ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য

ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য

ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি : ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে। জানা গে‌ছে, র‌বিবার (৬ জুলাই) বেলা ১১টার সময় ত্রিশাল চরপাড়া গ্রা‌মে জৈনক তারেক মিয়ার ফিশারিতে মোঃ আবু হানিফা (৬৫) শ্রমিক হি‌সে‌বে কাজ করার সময় ফিশারির পারে বিচ্ছিন্ন অবস্থায় প‌রে থাকা কারেন্টের তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে থাকেন পরবর্তীতে এলাকাবাসী নিহতের পরিবার ও থানা পুলিশকে মুঠোফোনে জানালে নিহতের স্বজন তা‌কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোঃ আবু হানিফা (৬৫) ত্রিশার উপ‌জেলার বীর রামপুর ভাটিপাড়া গ্রা‌মের মৃত ইসহাক আলী ছে‌লে। এবিষয়ে ত্রিশাল থানার অ‌ফিসার ইনচার্জ মনসুর আহ‌মেদ‌কে কল দিয়ে পাওয়া না যাওয়ায় ওসি (তদন্ত) মোবারক হো‌সেনকে কল দিলে তিনি এসআই সবুজকে কল দিয়ে বিস্তারিত জানতে বলেন। কিন্তু এসআই সবুজকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular